
ওঙ্কার ডেস্ক : দিল্লি দখলে বিজেপি এগিয়ে। বুথ ফেরত সমীক্ষায় অন্তত এটাই মনে করছে সংবাদ সংস্থাগুলি। গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে আম আদমি পার্টির বিরুদ্ধে বিপুল ভাবে কাজ করেছে সরকার বিরোধী হাওয়া। যার মধ্যে অবশ্যই দুর্নীতি। দুর্নীতি মুক্ত ভারত গড়ার শ্লোগান তুলে যে দল দিল্লিতে ক্ষমতায় এসেছিল তার কাজকর্মে সন্তুষ্ট হতে পারেননি দিল্লির মানুষ। কেজরীওয়াল মন্ত্রিসভার একের পর এক দুর্নীতি যে এখানকার ভোটারা ভালোভাবে নেননি তার স্পষ্ট প্রভাব পড়েছে এবারের ভোটে। সম্প্রতি ‘যমুনার বিষ জল’ ইস্যুতেও কার্যত কোনঠাসা হয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল। এই অবস্থায় তেমন কোনো সুবিধা করতে পারেনি কংগ্রেস। এরমধ্যে দিল্লির হিন্দু ভোট ব্যাঙ্কে সুকৌশলে দলের পক্ষে একত্রিত করতে পেরেছে বিজেপি। যার প্রকৃষ্ট উদাহরণ ভোটের দিন নরেন্দ্র মোদীর কুম্ভস্নান।
৮ ফেব্রুয়ারি ভোট গননা, সরকারি ভাবে ফল ঘোষণার আগে সংবাদ সংস্থাগুলির এক্সিট পোলে দেখা যাচ্ছে, সকলেই এগিয়ে রাখছে বিজেপিকে। বিভিন্ন সংবাদ সংস্থাগুলি কি বলছে তা একবার দেখে নেওয়া যাক। পি মার্গ বলছে, আম আদমি পাচ্ছে ২১-৩১, বিজেপি ৩৯-৪৯, কংগ্রেস ০-১। মার্টিজের দাবি, আম আদমি পেতে পারে ৩২-৩৭, বিজেপি ৩৫-৪০, কংগ্রেস ০-১। জেভিসির ভোট ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে আম আদমি পাচ্ছে ২২-৩১, বিজেপি ৩৯-৪৫, কংগ্রেস ০-২। পিপিলস পালস জানাচ্ছে, আম আদমির ঝুলিতে ১০-১৯, বিজেপি ৫১-৬০, কংগ্রেস নেই। পিপিলস ইনসাইটের সমীক্ষায় দেখা যাচ্ছে আম আদমি পাচ্ছে ২৫-২৯, বিজেপি ৪০-৪৪, কংগ্রেস ০-১। পোল ডায়েরি তার ভোট ফেরত সমীক্ষায় বলছে, আম আদমি পাচ্ছে ১৮-২৫, বিজেপি ৪২-৫০, কংগ্রেস ০-২। চানক্য স্ট্যাটিজির সমীক্ষায় জানা যাচ্ছে আম আদমি পাচ্ছে ২৫-২৮, বিজেপি ৩৯-৪৪, কংগ্রেস ২-৩।
অধিকাংশ বুথফেরত সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে তাতে আড়াই দশক পর দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। প্রতিপক্ষ আম আদমি পার্টি অবশ্য একথা মানছে না। ফলাফল ঘোষণার আগে হাল ছাড়তে নারাজ তাঁরা।