
ওঙ্কার ডেস্ক: দিল্লিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার সকালেই নিজের এক্স হ্যান্ডেলে দিল্লিবাসীকে ‘গণতন্ত্রের উৎসবে’ সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল ১১টা নাগাদ মোদীকে দেখা গেল প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নান করতে। যা নিয়ে রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে চর্চা।
দিল্লির নির্বাচনের দিনকেই কেন মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য বেছে নিলেন প্রধানমন্ত্রী, তা নিয়ে ইতিমধ্যে উঠেছে প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন দিল্লি বিধানসভা ভোটের দিন মহাকুম্ভে স্নান করে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন মোদী। বিরোধীদেরও একাংশের দাবি, দিল্লিবাসীর মনে ধর্মীয় ভাবাবেগ উসকে দিতে নির্বাচনের দিনকেই কুম্ভ স্নানের জন্য বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, বুধবার প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান সারেন প্রধানমন্ত্রী। তাঁর পরনে ছিল গেরুয়া রঙের জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট। পুণ্যস্নানের সময় মোদীর হাতে ছিল রুদ্রাক্ষের মালাও। স্নানের আগে তিনি নৌকাতে চেপে বেশকিছুক্ষণ বিহার করেন। মোদীর নৌকাযাত্রায় সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।