
ওঙ্কার ডেস্কঃ আট ঘণ্টার জন্য মহাকুম্ভে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। সঙ্গমে স্নান করে গঙ্গাপুজো করবেন তিনি। এরপর প্রয়াগরাজে থাকা বিভিন্ন মন্দির দর্শন করবেন তিনি। বিশেষ বিমানে আসছেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তর প্রদেশের মন্ত্রীসভার আরও বেশ কয়েকজন মন্ত্রীরা। রাষ্ট্রপতির আসার কারণে মহাকুম্ভে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা।