
ওঙ্কার ডেস্কঃ এবার দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার ট্রেনার বিমান। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের শিবপুরি জেলার বহরেতা সানি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই বিমানটি। তবে দুর্ঘটনার আঁচ পেয়ে দুই পাইলট প্যারাসুটে করে ঝাঁপ দেয় বিমান থেকে, যার জেরে প্রাণে বেঁচে যায় তারা।
কীভাবে প্রশিক্ষিত বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসনের একটি উদ্ধারকারী দল। বায়ু সেনা সূত্রে জানা গেছে, এদিন এয়ার ফোর্সের মিরাজ ২০০০ ট্রেনার বিমানটিতে উঠেছিলেন দুই চালক। আচমকা মাঝ আকাশে গোলযোগ দেখা দেয় বিমানে। এরপরই ভেঙে পড়ে সেটি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দুর্ঘটনাস্থলের একটি ভিডিও। তবে বিমানটি লোকালয়ের পরিবর্তে ফাঁকা জায়গায় ভেঙে পড়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সুস্থ আছেন বিমানে থাকা দুই পাইলটও।