
ওঙ্কার ডেস্কঃ ফের দুর্ঘটনা ভারতীয় রেলে। রবিবার হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয় , লাইনচ্যুত হয় দুটি ট্রেনের চারটি বগি।যদিও দু’টি এক্সপ্রেস ট্রেনই খালি ছিল, যে কারণে বড়সড় ক্ষয়ক্ষতির হয়নি। তিরুপতি এক্সপ্রেস যাচ্ছিল শালিমারের উদ্দেশে।এই ঘটনায় তিরুপতির দু’টি বগি ও অন্য এক্সপ্রেস ট্রেনটির এক বগি লাইনচ্যুত হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সে বিষয়ে খতিয়ে দেখছেন রেলের আধিকারিকেরা।
এমনিতেই দক্ষিণ-পুর্ব রেল শাখাতে ট্রেন চলে সবসময় দেরিতে, তাঁর মধ্যে এই দুর্ঘটনার জেরে বহুক্ষন ট্রেন চলাচল ব্যাহত হয় ওই লাইনে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে রেলের বক্তব্য, শীঘ্রই যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টাই করছে তারা।