
ওঙ্কার ডেস্ক: প্রাক্তন স্ত্রীকে ‘ডিভোর্সি’ বলে উল্লেখ করায় উষ্মা প্রকাশ করলেন জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের বিচারপতি বিনোদ চট্টোপাধ্যায় কাউল। এই সম্মোধনকে ‘অশোভন’ বলেও মন্তব্য করেন তিনি। একটি আবেদন পত্রে এমন সম্মোধন দেখে বিচারপতির প্রশ্ন, কোনও মামলায় প্রাক্তন স্ত্রীকে কেন ‘ডিভোর্সি’ বলে উল্লেখ করা হবে ? সমাজে মহিলাদেরকে ভিন্ন চোখে দেখা হয়, তা নিয়ে নানান সময়ে প্রাতিষ্ঠানিক স্তরে আলোচনা ও বিতর্ক হয়। এবার জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট এই বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল।
হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, এতে মামলাকারীর মানসিকতা প্রতিফলিত হয়। তাঁর মতে, মামলায় প্রাক্তন স্ত্রীর নামের সঙ্গে ‘ডিভোর্সি’ এমন ভাবে উল্লেখ করা হয়েছে, যেন সেটি মহিলার পদবি। সেই সঙ্গে বিচারপতির মত, প্রাক্তন স্ত্রীকে যদি ‘ডিভোর্সি’ বলে উল্লেখ করা হয়, তবে প্রাক্তন স্বামীর নামের সঙ্গেও ‘ডিভোর্সার’ যুক্ত করতে হবে।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের হাইকোর্টে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যক্তি। সেই মামলায় ওই ব্যক্তির আবেদনপত্র দেখে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। তিনি আদালতের রেজিস্ট্রিকে জানান, এই ধরণের শব্দবন্ধ কোনও মামলায় ব্যবহার হলে তা যেন গ্রহণ না করা হয়। মহিলার সঙ্গে এই আচরণ দুঃখজনক বলে মন্তব্য করেন বিচারপতি। শুধু তাই নয়, এ বিষয়ে হাইকোর্ট থেকে একটি নির্দেশিকা জারি হওয়া প্রয়োজন বলে মনে করেছেন তিনি।