
ওঙ্কার ডেস্ক: দিল্লির নির্বাচনী সভা থেকে যমুনা জল ইস্যুতে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্প্রতি যমুনা নদীতে হরিয়ানা সরকার বিষ মেশাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবিকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর পাল্টা দাবি, ‘আমিও যমুনার জল পান করি। তিনি প্রশ্ন তোলেন, যে জল প্রধানমন্ত্রী নিজে পান করে সেই জলে কখনও হরিয়ানা সরকার বিষ মেশাতে পারে ? এরপর কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মোদী। তিনি জানান, কেজরিওয়ালের এই দাবি কেবলমাত্র দিল্লির নয়, গোটা দেশের মানুষের অপমান, ভারতীয় সংস্কৃতির অপমান।
ভোটের প্রচারের প্রথম থেকেই আম আদমি পার্টি সরকারকে ‘আপদ’ বলে কটাক্ষ করে আসছেন নরেন্দ্র মোদী। এদিন একধাপ এগিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনে যমুনার জলেই ডুবে যাবে আপদ-দের নৌকা। একই সঙ্গে কুখ্যাত চার্লস শোভরাজের সঙ্গে তুলনা টেনে মোদি বলেন, আপকে দেখতে নিরীহ, তবে লুটপাটে এরা পটু। উল্লেখ্য, প্রচারে কেজরিওয়াল দাবি করেছিলেন, বিজেপি শাসিত হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ মিশিয়েছে। দিল্লি সরকার আগাম পদক্ষেপ না করলে প্রচুর মানুষের মৃত্যু হতো। আপ সুপ্রিমোর এই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে দিল্লির রাজনীতি।
৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ত্রিমুখী লড়াইয়ে রয়েছে আপ, কংগ্রেস ও বিজেপি। ৮ তারিখ ফল প্রকাশ।