
ওঙ্কার ডেস্ক: অভিনেতা কমল হাসান হতে চলেছেন রাজ্যসভার সাংসদ। সূত্রের খবর, তামিল সুপারস্টারকে সংসদে পাঠাচ্ছে ডিএমকে। চলতি বছরের জুলাই মাসে রাজ্যসভার নির্বাচন রয়েছে।
বুধবার তামিলনাড়ুর মন্ত্রী পিকে সেকর বাবু কমল হাসানের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। কমল হাসানের রাজনৈতিক দল মক্কল নিধি মাইম গত বছর লোকসভা নির্বাচনের আগে ডিএমকে-এর সঙ্গে জোট বেঁধে প্রচার করেছিল। জোটের শরিক হিসেবে চলতি বছরে বছরের রাজ্যসভা নির্বাচনের জন্য একটি আসন নিশ্চিত করে।
রিপোর্ট অনুসারে, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ২০২৪ সালের লোকসভা ভোটের সময় তার সমর্থনের বিনিময়ে কমল হাসানের জন্য একটি রাজ্যসভা আসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও সেই সময় অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান বলেছিলেন, তাঁর দল ‘দেশের স্বার্থে’ জোটে যোগ দিয়েছে, কোনও পদের জন্য নয়।
উল্লেখ্য, তামিল অভিনেতা কমল হাসান ১৯৫৪ সালের ৭ নভেম্বর তামিলনাড়ুর পরমকুড়িতে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা শ্রীনিবাসন একজন আইনজীবী এবং মা রাজলক্ষ্মী ছিলেন গৃহিণী। তামিলনাড়ুর সান্থোময়ে বিদ্যালয় স্তর পর্যন্ত পড়াশোনা করেন কমল হাসান।