
ওঙ্কার ডেস্ক : যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়াণা, যার জন্য দিল্লিতে দেখা দিচ্ছে পানীয় জলের সংকট। দিল্লিতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এমন মন্তব্য করে কোড অফ কন্ডাক্ট-এর প্রশ্নে ঘোর বিপাকে পড়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। এ নিয়ে দিল্লির রাজনীতিতে এখন জোর শোরগোল। জানা যাচ্ছে, কেজরীওয়ালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের কাছে বিষ জল মন্তব্যের প্রমাণ চাওয়া হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। কমিশনের সাফ কথা, বুধবার রাত ৮টার মধ্যে এই মন্তব্যের পক্ষে যৌক্তিকতা পেশ করতে হবে। ভোটের প্রচারে সোমবার আপ সুপ্রিমো দাবি করেছিলেন, বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ মিশিয়েছে। যমুনার ওই জল দিল্লিতে আসে। তিনি আরও দাবি করেন, দিল্লির ‘জল বোর্ড’ যদি সেই বিপদ না ঠেকাত, তাহলে প্রচুর মানুষের মৃত্যু হতে পারতো। কেজরীওয়ালের এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে কমিশনে অভিযোগ ঠোকে বিজেপি এবং কংগ্রেস। লিখিত অভিযোগ পাওয়ার পরই কেজরীওয়ালকে নোটিস ধরিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেবে তারা। পাশাপাশি দিল্লি জল বোর্ডের কাছেও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ওয়াকিবহাল মহল মনে করছে, অভিযোগ মিথ্যা হলে তিন বছর পর্যন্ত জেলও হতে পারে কেজরীওয়ালের। দিল্লির নির্বাচন এখন দোরগড়ায়, এমন অবস্থায় কমিশনের হুঁশিয়ারিতে কার্যত বিপাকে পড়লেন কেজরীওয়াল।