
ওঙ্কার ডেস্ক: রোগী গোলমাল কোটায়। কে অসুস্থ আর কে সুস্থ গুলিয়ে ফেলল ডাক্তার নিজেই। দুর্ঘটনাগ্রস্থ ছেলের বদলে অপারেশন টেবিলে অস্ত্রোপ্রচার করা হল বাবার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। যেখান থেকে শত শত পড়ুয়ারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে সেখানেই ডাক্তারের এত বড় গরমিল।
সূত্র মারফত জানা গিয়েছে, মূল রোগী অর্থাৎ ছেলের নাম মণীশ। তাঁর অভিযোগ, দুর্ঘটনার পর তাঁকে কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সহায়তার জন্য বাবাকে আসতে বলে সে। শনিবার মণীশের অপারেশন হওয়ার কথা ছিল সেই কারণেই সে বাবাকে ওটির বাইরে অপেক্ষা করতে বলেছিল। মণীশ জানায়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর তাঁর আর কিছু মনে নেই, কিন্তু বেরিয়ে দেখে বাবার শরীরে ৫-৬ টা সেলাই।
মণীশের বাবা বলেন, যিনি অপারেশন করেছিলেন, তাঁর নাম মনে পড়ছে না। কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সঙ্গীতা সাক্সেনা জানিয়েছেন, তিনি হাসপাতাল সুপারকে তদন্ত কমিটি গঠন করতে বলেছেন। ৩ সদস্যের কমিটিকে ২-৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।