
ওঙ্কার ডেস্কঃ সড়কপথে কুম্ভ যাওয়ার কথা ভাবছেন ? সঠিক সময়ে ডুব দিতে পারবেন তো ?প্রয়াগরাজে যাওয়ার রাস্তাগুলির অবস্থা দেখে এখন সেই প্রশ্নই উঠছে পুণ্যার্থীদের মন। প্রয়াগরাজ যাওয়ার রাস্তার ,যে দিকে তাকানো যায় শুধুই গাড়ি আর গাড়ি। এক ইঞ্চি এগোনোর সুযোগ নেই। কয়েক কিলোমিটার যেতে লেগে যাচ্ছে সারা রাত বা সারা দিন।
মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় প্রয়াগরাজে। লম্বা যানজটে আটকে পড়ে নিরাশ হয়ে অনেকেই বাড়ির পথ ধরেছেন। অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা সেই জ্যামের মধ্যেই আটকে থাকলেন। শুধু ছোট, বড় যাত্রিবাহী গাড়ি নয়, পণ্যবাহী লরি, ট্রাক, এমনকি অ্যাম্বুল্যান্সও ফেঁসে গেল প্রায় ৩০০ কিলোমিটার লম্বা যানজটে। কর্তব্যরত পুলিশদের বার বার সকলের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, ‘‘দয়া করে আর এগোবেন না। ফিরে যান!’’
সাধারণ মানুষেরা জানাচ্ছেন ‘‘বিহার পেরোতেই গাড়ি আটকে পড়ছে তীব্র যানজটে।’’ মধ্যপ্রদেশের মাইহারের পুলিশ জানিয়েছে, রবিবার থেকে শুরু হওয়া যানজটের কারণে প্রয়াগরাজের দিকে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে! পুলিশই জানিয়েছে, যানজট রয়েছে ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে । ওই যানজটে আটকে পড়া পুণ্যার্থীরা কেউ পাঁচ ঘণ্টা, কেউ আট ঘণ্টা, কেউ আবার ১২ ঘণ্টা অপেক্ষা করছেন বলেও দাবি। অনেকেরই দাবি, ৪৮ ঘণ্টা কেটে গেলেও যানজট কাটেনি।
এখন প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে। মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড় হবে, তা আগে থেকেই আন্দাজ করেছিল সরকার। মেলা শুরুর আগে থেকেই পুণ্যার্থীদের সংখ্যা নিয়ে বিভিন্ন তত্ত্বও দিয়েছিল যোগী সরকার। এমনকি, কোটি কোটি পুণ্যার্থীর ‘নিশ্ছিদ্র সুরক্ষা’ ব্যবস্থার দাবিও করেছিল তারা। কিন্তু তার পরও কেন বার বার ‘অব্যবস্থা’র কারণে সমস্যায় পুণ্যার্থীরা, প্রশ্ন বিরোধীদের।