
ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভের ফাঁড়া আর কাটছে না, এবার কুম্ভে স্নান সেরে ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন পুণ্যার্থীর। বৃহস্পতিবার ভোরে বিহারের মুঙ্গের জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে দুই মহিলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম রাম রুচি দেবী (৬৫), অমিত কুমার (৪১) এবং ঊষা দেবী (৬১)। তিন জনেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান সেরে বাড়ি ফিরছিলেন।
পূর্ব মধ্য রেলওয়ের জামালপুর-সুলতানগঞ্জ রেলওয়ে সেকশনের ঋষিকুণ্ডের কাছে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, লাইন পার হওয়ার সময় গয়া-হাওড়া এক্সপ্রেসের কাছকাছি চলে এসেছিলেন তিন জন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বারিয়ারপুর থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় তিনজনকে পিষে দিয়ে যায় ট্রেনটি।
অন্যদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় মানুষজন। রেল পুলিশের আধিকারিকরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।