
ওঙ্কার ডেস্ক : মণিপুরে অশান্তি অব্যাহত। বীরেন সিং পরবর্তী মুখ্যমন্ত্রী কাকে করা যায় তা বেছে নিতে পারল না বিজেপি। জাতি হিংসা কবলিত মণিপুরে প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে জারি হল রাষ্ট্রপতি শাসন। গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার এবং দলীয় বিধায়কদের প্রবল বিরোধিতার মধ্যে কিছুদিন আগেই মণিপু রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিংহ। রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে মাঠে নেমেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। তবুও সমস্যা মিটিয়ে একজন সর্বসম্মত নেতা নির্বাচন করা গেল না।