
ওঙ্কার ডেস্ক: লোকসভায় আসন পুনর্বিন্যাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর ডাকে শনিবার চেন্নাইতে এ বিষয়ে ‘জয়েন্ট অ্যাকশন কমিটির’ প্রথম বৈঠকে অংশ নেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের একতরফা নীতির বিরুদ্ধে এই আন্দোলনকে ‘জাতীয় আন্দোলন’ বলে মন্তব্য করেছেন স্ট্যালিন। এই বৈঠক থেকে বিজেপির সমালোচনায় সরব হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
আগামী জাতীয় আদমশুমারির পর সংসদে আসন পুনর্বিন্যাস করা হবে বলে চর্চা চলছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্যের কারণে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো দাক্ষিণাত্যের রাজ্যগুলির তরফে সংসদে সদস্য সংখ্যা কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি জনসংখ্যা বেশি হওয়ার কারণে উত্তরভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বেড়ে যাবে। আর যার ফলে বিজেপি সুবিধা পাবে বলে মত স্ট্যালিনের।
শনিবার জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠকে ভাষণ দেওয়ার সময় স্ট্যালিন বলেন, তাঁরা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে নয়, বরং এর অন্যায্য বাস্তবায়নের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে নই; আমরা ন্যায্য পুনর্বিন্যাসের পক্ষে’। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের মোকাবিলার জন্য স্ট্যালিন আইনি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব করেন। উল্লেখ্য, স্ট্যালিনের ডাকা এদিনের বৈঠকে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন, তেলঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারও। ‘আমাদের উপর আসন পুনর্বিন্যাসের খাঁড়া ঝুলছে।’ বলে এদিন মন্তব্য করেন বিজয়ন।