
ওঙ্কার ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী ফ্রান্স সফর সেরে বুধবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় সময় ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। ওয়াশিংটনে দুই রাষ্ট্র প্রধান বৈঠক করবেন। তবে ঠিক কটার সময় দুজনের বৈঠক হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসার পর এটিই হতে চলেছে নরেন্দ্র মোদীর প্রথম মার্কিন সফর। মোদী ও ট্রাম্পের সাক্ষাৎকার সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশ মন্ত্রকের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির অফিসিয়াল অ্যাকাউন্টে। পাশাপাশি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে বৈঠকের দৃশ্য।
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধন আরও সুদৃঢ় করতে উভয় দেশের তরফে মোদীর সফরের ব্যবস্থা করার জন্য কাজ করছে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। দুজনেই বাণিজ্য, জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে মোদী ২০১৭ সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। আর ট্রাম্প ভারত সফরে এসেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ২০২৪ সালের নভেম্বর থেকে, দুই নেতা ফোনে দু’বার কথা বলেছেন। একবার ৬ নভেম্বর, ২০২৪ এবং আরেকবার ২৭ জানুয়ারি, ২০২৫।