
ওঙ্কার ডেস্ক: আগামী ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মোদীর সঙ্গে আমার অনেক ক্ষণ ধরে কথা হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক রয়েছে।’ প্রসঙ্গত ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদীর প্রথম মার্কিন সফর হতে চলেছে।
উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্পকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ভালো। দুজনের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে চর্চাও হয়। তবে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির থাকেননি ভারতের প্রধানমন্ত্রী। মোদীর হয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, সোমবার মোদীকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সূচনা করেছেন ট্রাম্প।
ভিডিও দেখুন-