
ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার এই ইস্যুতে আদালতের কাছে পড়ুয়াদের নথি দেখাতে সম্মত হল দিল্লি বিশ্ববিদ্যালয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এমনটাই জানানো হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
উল্লেখ্য, তথ্যের অধিকার আইনে একটি আবেদনের ভিত্তিতে তথ্য কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয় ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য। এক আরটিআই কর্মীর আবেদনের ভিত্তিতে সেই নির্দেশ দেওয়া হয়। নির্দেশিকায় বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে পাশ করা সকল ছাত্রছাত্রীর তথ্য প্রকাশ করতে হবে। কিন্তু সেই নির্দেশ মেনে নিতে পারেনি দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তারা। তবে বৃহস্পতিবার মেহতা আদালতে জানান, আদালতের কাছে তথ্য প্রকাশ করতে কোনও বাধা নেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের। প্রসঙ্গত, ১৯৭৮ সালের স্নাতক স্তরে কত জন পড়ুয়া পাশ করেছেন, কত জন ফেল করেছেন, সেই বিষয়ে জানতে চান ওই আরটিআই কর্মী। ঘটক্রমে ওই বছরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশ করেছেন। এদিন শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শচীন দত্ত।