
ওঙ্কার ডেক্স : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব পদে নিযুক্ত হলেন নিছি তিওয়ারি। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে সোমবার এই খবর মিলেছে। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ সচিব পদে কর্মরতা ছিলেন। ২৯ মার্চের এক আদেশনামায় জানান হয়েছে,”মন্ত্রিসভার নিয়োগ কমিটি” প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব পদে কর্মরতা নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে। নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে।
নিধি তিওয়ারি ২০২২ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী কার্যালয়ে আন্ডার সেক্রেটারি হিসেবে যোগ দেন। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে ডেপুটি সেক্রেটারি পদে পদোন্নতি হয় তাঁর। এই পদে তিনি পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ইতিপূর্বে।
নিধি তিওয়ারি উত্তরপ্রদেশের বারাণসীর মেহমুরগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। যা কিনা প্রধানমন্ত্রীর নিজস্ব নির্বাচনী কেন্দ্র। তিওয়ারি প্রশাসন ও কূটনীতিতে ধারাবাহিকভাবে ক্যারিয়ার গড়ে তুলেছেন ছাত্র কাল থেকেই। ২০১৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ৯৬ তম স্থান অর্জন করেন। পরীক্ষার প্রস্তুতির সময় তিনি বারাণসীতে সহকারী কমিশনার (বাণিজ্যিক আয়কর) বিভাগে কাজ করছিলেন।
প্রধানমন্ত্রীর সচিবালয়ে যোগ দেওয়ার আগে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি ছিলেন নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগে। আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত তার অভিজ্ঞতা তাঁকে এই গুরুদায়িত্ব নিতে সাহায্য করেছে। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অধীনে ‘পররাষ্ট্র ও নিরাপত্তা’ বিভাগেও যুক্ত ছিলেন। ইতিমধ্যে তিনি কৌশলগত ও নীতিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যার মধ্যে পররাষ্ট্র বিষয়ক, পারমাণবিক শক্তি এবং নিরাপত্তা বিষয়ক দায়িত্ব অন্তর্ভুক্ত। পাশাপাশি, তিনি রাজস্থান সংক্রান্ত বিষয়ও তদারকি করেছেন।