
ওঙ্কার ডেস্ক: প্রয়াত হলেন অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বুধবার লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসপিজিআই)-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃতুতে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে সত্যেন্দ্রের। গত বেশ কিছু মাস ধরেই বয়সজনিত নানান রোগে ভুগছিলেন রামমন্দিরের প্রধান পুরোহিত। চলতি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। ওইদিন সন্ধ্যায় সত্যেন্দ্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বলেন, ‘ভগবান রামের পরম ভক্ত এবং রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রকুমার দাসের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। অধ্যাত্ম জগতের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। সঙ্গে ভগবান রামের কাছেও প্রার্থনা করি, তিনি যেন সত্যেন্দ্রের আত্মাকে তাঁর চরণে স্থান দেন এবং তাঁর শোকাহত ভক্ত ও শিষ্যদের এই অপরিসীম ক্ষতি সহ্য করার ক্ষমতা দেন।’
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তার আগে থেকেই অস্থায়ী রামমন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সত্যেন্দ্র।