
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি কেরলের পিনরাই বিজয়নের বাম সরকারের প্রশংসা করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এবার মোদী মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে হাসিমুখে সেলফি তুললেন তিনি। যা নিয়ে দলের ভিতরে ও বাইরে চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন কেরলের তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে শশী থারুর লিখেছেন, ‘ব্রিটেনের বিজনেস সেক্রেটারি জনাথন রেনল্ডস ও ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বহুদিন ধরে আটকে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনায় নতুন করে গতি এসেছে। এটাকে স্বাগত জানাই।’
উল্লেখ্য, দেশের রাজনীতিতে প্রায়শই বেনজির কর্মকান্ড করে বিতর্কের কেন্দ্রে উঠে আসেন শশী থারুর। বিতর্কের ঝড় ওঠে। তার জেরে সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে আসেন তিনি। কখনও তাঁর নারীসঙ্গ নিয়ে সংবাদমাধ্যমে চর্চা হয়, কখনও আবার রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সঙ্গে হাস্যমুখে তাঁর ছবি নিয়ে হয় চর্চা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যার প্রশংসা করেছিলেন থারুর। যা কংগ্রেস নেতৃত্ব ভালো ভাবে নেয়নি।