
ওঙ্কার ডেস্ক: ছোটোখাটো ঘটনা বাদ দিলে নির্বিঘ্নেই এগালো দিল্লির ভোট। যদিও ভিতরে ভিতরে তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে উতেজনার ঘাটতি নেই। আম আদমি পার্টি, কংগ্রেস এবং বিজেপি- সবাই এদিন সর্বশক্তি দিয়ে ভোট ময়দানে তৎপর। তৎপর প্রশাসনও। কড়া নিরাপত্তার মধ্যে চললো ভোট গ্রহণ পর্ব।
এদিন সকালে দিল্লিতে একটি বুথে ভোট দিতে আসেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও তাঁর সঙ্গে আসেন সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। দুজনেই ভোট দেন। এদিন সবাইকে নির্বাচনে সামিল হওয়ার আবেদন জানান প্রিয়ঙ্কা। তিনি বলেন, বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেককে ভোট দেওয়ার জন্য আমি আবেদন করছি। এটাই সংবিধান প্রদত্ত সবচেয়ে বড় অধিকার বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, দিল্লির মানুষের জল, দূষণ, রাস্তার সমস্যা রয়েছে। এই ভোট সেই সব সমস্যার সমাধান খোঁজার উপায় হতে পারে বলে তিনি মনে করেন। অন্যদিকে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও এদিন ভোট দেন। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রধান বিচারপতি তরুণ প্রজন্মকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এদিন নয়াদিল্লিতে ভোট দেন। আপের তরফে এদিন ‘বিজেপির বিরুদ্ধে টাকা বিলানো’র অভিযোগ তোলা হয়েছে। আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, বেশকিছু বিজেপি সমর্থক রাষ্ট্রপতি ভবনের এন ব্লকের ২৭ নম্বর বুথের বাইরে টাকা বিলোচ্ছেন।