
ওঙ্কার ডেস্ক : হায়দরাবাদের একটি স্কুলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল অষ্টম শ্রেণির ছাত্র। অভিযোগ, স্কুলের সিসি ক্যামেরায় হাত দিয়েছিল ছাত্রটি। তাতে এক শিক্ষিকা তাকে বকাঝকা করে্ন, ক্লাসের মধ্যেই ছাত্রটিকে থাপ্পড় মারেন। তাতে অপমানিত হয়ে ছাত্রটি স্কুলের ছাদে উঠে ঝাঁপ দেয়। এই ঘটনায় মৃত্যু হয় তার। এই আত্মহত্যার তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রের বইয়ের ভাঁজ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে যাতে ছাত্রটি তার মায়ের কাছে ক্ষমা চেয়েছে। শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
সহপাঠীরা জানিয়েছে, ওই ছাত্রটি নিজের হাতে সিসি ক্যামেরা ঘুরিয়ে দিয়েছিল। এতে শিক্ষিকা তাকে ক্লাসের মধ্যে বকাঝকা করে। থাপ্পড় মারা হয় বলেও অভিযোগ। এরপর ছাত্রটি মনমরা হয়ে যায়। ক্লাসের অন্য ছাত্ররা জানিয়েছে, এই ঘটনার পর ওই শিক্ষিকার অনুমতি নিয়ে সে শৌচাগারে যায়। কিন্তু শৌচাগারে না গিয়ে সে সোজা চলে যায় স্কুলের ছাদে। ওখান থেকে ঝাঁপ দেয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানায় চিকিৎসক। ওই ছাত্রের সহপাঠী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।