
ওঙ্কার ডেস্কঃ একইদিনে আরজি কর মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার ও অভয়ার মা-বাবা। তিলোত্তমার মা-বাবার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আরজি কর কাণ্ডের দ্রুত শুনানির জন্য পুনর্তদন্তের দাবি জানিয়েছিলেন অভয়ার মা-বাবা, শুক্রবার তা খারিজ করে দিল শীর্ষ আদালত। আগামী ১৭ মার্চ মামলার শুনানি হবে।
এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভয়ার মা-বাবা। তদন্তের ধরন ও গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তারা। তাঁদের দাবি, একা সঞ্জয় রায় নয়, তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি। পুনরায় তদন্তের জন্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তাঁরা। তিলোত্তমার পরিবারের হয়ে আইনজীবী করুণা নন্দী শীর্ষ আদালতে দাখিল করেছিলেন আর্জি। সেই আবেদনই আজ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, এর আগেও গত ২৯ জানুয়ারি তিলোত্তমার পরিবারের আবেদন প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর পর্যবেক্ষণ ছিল, নতুন আবেদনের একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ। তা নিয়ে যদি এখন শুনানি হয়, তাহলে চলতি মামলার শুনানিতে তার যথেষ্ট প্রভাব থাকবে, কারণ বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর। প্রধান বিচারপতি সে দিন জানিয়েছিলেন, যেহেতু শিয়ালদহ কোর্টের রায়ের আগেই এই পিটিশনটি ফাইল করা হয়েছে, তাই তারা এখনই এই বিষয়টি শুনবেন না।