
ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে দিল্লিতে শাহের বাসভবনে এই বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গোলাগুলি, তৃণমূল নেতা খুন এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনাগুলির মধ্যে শুভেন্দুর এই বৈঠককে সহজ ভাবে নিচ্ছে না রাজ্যের রাজনৈতিক মহল। সূত্রের দাবি, বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে, তাই ওপারের রাজনৈতিক অস্থিরতার ফলে এপার বাংলায়ও তার প্রভাব পড়ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। সবকিছু শোনার পর বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এই বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ প্রধানের ইস্যুটিও তোলেন। তিনি বিলেন, রাজ্যে কোনো স্থায়ী ডিজি নেই। কারণ হিসেবে শুভেন্দু মনে করিয়ে দিয়েছেন ডিজি নিয়োগের ক্ষেত্রে প্রথা মানেনি রাজ্য সরকার। তিনি জানান, রাজ্যে স্থায়ী ডিজি নিয়োগ করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছে প্রথমে তিনটি নাম পাঠাতে হয়। সেখান থেকে এক জনকে বেছে নেয় কেন্দ্র। কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে দাবি তাঁর। অন্যদিকে শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনাও। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে, তার আগে কি দিল্লিতে দরবার শুরু করে দিলেন বিরোধী দলনেতা?