
ওঙ্কার ডেস্ক : তেলেঙ্গানার সুড়ঙ্গ দুর্ঘটনায় নিখোঁজ ৮ শ্রমিকের এখনও কোনো হদিশ মেলেনি। ঘটনার ২৪ ঘন্টা পরও কখন তাদের খোঁজ মিলতে পারে সে ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানাতে পারছে না প্রশাসন।
শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। ৫০ জন শ্রমিক তখন ভিতরে কাজ করছিলেন। ৪২ জন বেরিয়ে এলেও আট জন শ্রমিক আটকা পড়ে যান ভেতরে। তবে শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীরা। ভেতরে থাকা ৫০ জনের মধ্যে ৪২ জন বেরিয়ে এলেও দ্বিতীয় আরও একটি ধস নামে ১৫০ মিটারের মধ্যে। আর তাতেই আটকে পড়েন আট শ্রমিক।
৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে রয়েছেন শ্রমিকেরা। কিন্তু ঠিক কোথায় আটকে রয়েছেন, সেই জায়গাটিকে চিহ্নিত করা যাচ্ছে না। উদ্ধারকারীরা জানাচ্ছেন, সুড়ঙ্গের ভিতরে কোমর সমান জল এবং কাদা রয়েছে। যতক্ষণ না সেই জল আর কাদা বার করা হচ্ছে, উদ্ধারকাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ছে।
উদ্ধারকারীরা আরও জানাচ্ছেন, সুড়ঙ্গের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছিল। সেখান থেকেই ধস নামে। প্রথমে পাম্প করে জল বার করতে হবে। ১০০ এবং ৭০ হর্সপাওয়ারের দু’টি পাম্প আনা হয়েছে। সেগুলি কাজে লাগিয়ে জল বার করার কাজ চলবে। উদ্ধারকারীরা ১১ কিলোমিটার পর্যন্ত ঢুকতে পেরেছেন। উদ্ধারকারী এক আধিকারিক জানিয়েছেন, ড্রোন পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। সুড়ঙ্গের উপরিভাগ খুঁড়েও ভিতরে ঢোকা যাবে না বলেও জানাচ্ছেন উদ্ধারকারীরা। কারণ পুরু স্তরের পাথর। ফলে খননে বাধার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডেপুটি কমান্ডার সুখেন্দু দত্ত জানিয়েছেন, আর ২০০ মিটার দূরত্ব বাকি রয়েছে শ্রমিকদের কাছে পৌঁছতে। কিন্তু এই ২০০ মিটারের মধ্যে যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলি পরিষ্কার করাই একটি বড় চ্যালেঞ্জ।