
ওঙ্কার ডেস্ক: বর্তমানে বিদেশ সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে মুম্বই পুলিশের কাছে মোদীর বিমানে জঙ্গি হামলার হুমকি দিয়ে ফোন এলো। মঙ্গলবার মুম্বই পুলিশ এই হুমকি ফোন পায় পুলিশ। এরপর তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মানসিকভাবে অসুস্থ বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হুমকি ফোনে মুম্বই পুলিশকে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফরে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর বিমানে হামলা করতে পারে।’ বিষয়টি নিয়ে এরপর তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানানো হয়। হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করে পুলিশ। অবশেষে অভিযুক্তের সন্ধান পেয়ে যান তদন্তকারীরা। তাকে মুম্বইয়ের চেম্বুর থেকে গ্রেফতার করা হয়। সে মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আধিকারিকরা জানান, একাধিকবার ফোন করা হয় ওই নম্বর থেকে।
মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটে অংশ নেন প্রধানমন্ত্রী মোদি। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর পরিদর্শন করবেন তিনি। ফ্রান্স সফর শেষে বুধবারই তিনি উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে।