
ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় প্রয়াগরাজের মহাকুম্ভকে ‘মৃত্যু-কুম্ভ’ বলে বিজেপিকে নিশানা করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় ভাষণ দেন যোগী আদিত্যনাথ। সেই ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করেন। যোগী আদিত্যনাথ বলেন, মহাকুম্ভে গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে এ বছর ৫৬ কোটিরও বেশি মানুষ পুণ্যস্নান করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী তাঁদের বিশ্বাসে আঘাত করেছেন। পাশাপাশি যোগী আদিত্যনাথ বলেন, ‘বিষয়টিকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, সমস্ত মিথ্যা প্রচারণা উপেক্ষা করে দেশ ও বিশ্ববাসি মহাকুম্ভে অংশগ্রহণ করেছে’। উল্লেখ্য প্রয়াগরাজের মহাকুম্ভে ২৯ জানুয়ারি পদদলিত হয়ে ৩০ জন নিহত হয়েছেন।
এই প্রসঙ্গে ঠিক কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মহাকুম্ভকে আমি সম্মান জানাই। কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ মেলা করা হল! কত মানুষ মারা গেছে! বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প। আর গরিবদের জন্য কিছু না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।’