
ওঙ্কার বাংলা ডেস্ক: ভারত সফরে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। দু’দিনের ভারত সফরে রবিবার দিল্লিতে আসছেন তিনি। এ দেশে এসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। কেন্দ্র সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনাসভাতেও যোগ দেবেন তিনি।
সূত্রের খবর, দোভালের সঙ্গে সালিভানের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ । আলোচনায় উঠে আসতে পারে আদানিদের বিরুদ্ধে ঘুষের মামলা, সেই সঙ্গে খালিস্তানপন্থীদের আমেরিকা ও কানাডার মাটি ব্যবহার করার বিষয়টি ও। উল্লেখ্য নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস -এর নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনকে হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বিরুদ্ধে। কয়েক মাস আগে তাঁকে তলব করেছে দক্ষিণ নিউ ইয়র্ক সাদার্ন ডিসট্রিক্ট কোর্ট। সূত্রের খবর, মার্কিন উপদেষ্টার সঙ্গে আলোচনায় সেবিষয়টি উঠে আসতে পারে।