
ওঙ্কার ডেস্ক : অমরনাথা যাত্রার আগেই জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। উপত্যকার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে পর্যটকদের উপর গুলি চালাল জঙ্গিরা। সংবাদ সূত্র থেকে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বেশ কয়েক জন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে এই নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে মোদির নির্দেশে ঘটনাস্থলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমত শাহ্।
পর্যটকদের উপর এই আচমকা জঙ্গিহামলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্রের খবর, এরপরই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী এখন রয়েছেন সৌদি আরব সফরে। সেখান থেকেই শাহকে ফোন করে পহেলগাঁও সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছেন শাহ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে তিন জন স্থানীয় এবং তিন জন রাজস্থানের। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘পর্যটকদের উপর এই ধরনের হামলা নিন্দনীয়। এই ঘটনা বর্বরোচিত।’’ অন্য দিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র প্রধান মেহবুবা মুফতি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘এই ধরনের হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না।’’
জম্মু-কাশ্মীরের পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় স্থল এই পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। পুলিশ সূত্রে খবর, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে জঙ্গিরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি। আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগেই পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।