
ওঙ্কার ডেস্ক:মহাকুম্ভে বড়সড় দুর্ঘটনা। মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে হাজার হাজার মানুষের ঢল নেমেছে মহাকুম্ভে। সেই ভিড়ের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত দশজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত্রি দুটো নাগাদ ঘটে এই দুর্ঘটনা। প্রচন্ড ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। অন্তত দশ হাজার পুণ্যার্থী একসঙ্গে স্নান করতে যাওয়ার জেরেই এই দুর্ঘটনা।
১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। সূত্রের খবর, রাত ২টো নাগাদ সঙ্গমে মৌনি অমাবস্যার পূণ্যস্নানের উদ্দেশে জড়ো হন পুণ্যার্থীরা। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রবল ভিড়ের ধাক্কায় বহু মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।
ঘটনার পর যোগী প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর সন্ত প্রেমানন্দ পুরী। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”একেবারে অপদার্থ প্রশাসন। আমরা শুরু থেকেই দাবি করছি, কুম্ভের নিরাপত্তার ভার থাকুক সেনার হাতে। কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। প্রশাসনিক গাফিলতি কুম্ভকে কলঙ্কিত করেছে।”
মর্মান্তিক এই খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আদেশ ও দেন। তবে ঘটনার পরে যোগী সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী অখিলেশ যাদব। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের ব্যবস্থা করা হয়েছে বলে ঢালাও প্রচার চালিয়েছিল যোগী সরকার। এবার আসল সত্য সকলের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে।’
ভিডিও দেখুন-