
ওঙ্কার ডেস্ক : নীরজ শেখরকে সংসদে সকলের সামনে রীতিমত ধমক দিয়ে উঠলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গের কথায়, “ তোর বাবা আমার সাথী ছিল। চুপ করে বস। সংসদে অধিবেশন চলাকালীন মল্লিকার্জুন খাড়গে মার্কিন ডলারের নিরিখে ক্রমাগত ভারতীয় মুদ্রার মুল্যের পতনের বিষয়ে নিজ মতামত পেশ করছিলেন। ঠিক সেইসময় তার বক্তব্যে দ্বিমত প্রকাশ করেন দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চিন্দ্রশেখরের ছেলে তথা বিজেপি সাংসদ নীরজ শেখর। তৎক্ষনাত রেগে যান খাড়গে। চড়া গলায় নীরজকে মনে করিয়ে দেন খাড়গে তার বাবার বয়সী। পাশাপাশি এটাও বলেন খাড়গে তাঁকে ছোট থেকে বড় হতে দেখেছেন।
ঘটনাটি ঘটা মাত্রই অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। খাড়গে ও নীরজের বিবাদের মাঝে হস্তক্ষেপ করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি দুই সাংসদকেই শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একইসঙ্গে মনে করিয়ে দেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের দেশের প্রতি অবদানের কথা। ধনখড় বলেন, ভারতের সর্বকালের সেরা নেতাদের মধ্যে অন্যতম ছিলেন চন্দ্র শেখর। তাঁর প্রতি আজও দেশবাসীর শ্রদ্ধা অটুট রয়েছে। এমন কি কংগ্রেস সাংসদ খাড়গেকে অনুরোধ করেন যাতে তিনি নিজের বক্তৃতা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম প্রত্যাহার করে নেন।