
ওঙ্কার ডেস্ক: সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেফতার হওয়ার পর মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লার বর্তমান ঠিকানা মিরাটের চৌধুরী চরণ সিং জেলা কারাগার। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে দেহ ১৫ টুকরো করে ড্রামের মধ্যে ফেলে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিলেন তাঁরা। সেই অপরাধী জুটি এবার জেলের মধ্যে একসঙ্গে থাকার আবদার করে বসলেন। যদিও জেলে কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তা মোটেও সম্ভব নয়।
জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুজন একই ব্যারাকে থাকতে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু জেলের নিয়ম মেনে তা সম্ভব নয় বলে দুজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছে। জেল সূত্রের খবর, সাহিলকে জেলের মধ্যে অস্থির অবস্থায় দেখা যাচ্ছে। মুসকান এবং সাহিল দুজনেই কোনও সহবন্দীর সঙ্গে কথা বলছেন না। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে এখনও কেউ আসেনি বলে জেল সূত্রে জানা গিয়েছে। জেলের নেশামুক্তি কেন্দ্রে দুজনকে কাউন্সেলিং করা হয়েছে বলে জানা গিয়েছে। জেলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের উপর নজর রাখার জন্য। সূত্রের খবর, জেলে প্রথম দিনে কোনও খাবার খাননি মুসকান। তবে তারপর থেকে তিনি খাচ্ছেন বলে জানা গিয়েছে।
গত সপ্তাহে মুসকান ও সাহিলকে গ্রেফতারের পর দুজনেই বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। মিরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা দুই অভিযুক্তকে হেফাজতে চাইবে।
উল্লেখ্য, মুসকান এবং সাহিল দুজনে মিলে সৌরভ রাজপুতকে হত্যা করেছে বলে অভিযোগ। সৌরভ সম্পর্কে মুসকানের স্বামী। সাহিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর নিখুঁত পরিকল্পনা করে সৌরভকে খুন করে দুজনে মিলে। ৪ মার্চ খুনের পর সৌরভের দেহ ১৫ টুকরো করে করে একটি প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেন তাঁরা। এরপর তারা দু’জনে মিলে হিমাচল প্রদেশে চলে যান। সেখান থেকে সৌরভের ফোন ব্যবহার করে তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। পরে মুসকান তাঁর বাবা-মাকে জানান, তিনি এবং সাহিল মিলে সৌরভকে খুন করেছে।