
ওঙ্কার ডেস্ক : ট্রেনের কামরায় এক তরুণীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল হায়দরাবাদে। পুলিশের কাছে তরুণীটির অভিযোগ সূত্রে জানা গেছে, নিজেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে বাধ্য হন তিনি। এর ফলে গুরুতর আহত হয়েছেন ঐ তরুণী। অভিযোগ দায়ের হওয়ার পর রেল পুলিশ তদন্ত শুরু করেছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, একটি বেসরকারি সংস্থা কাজ করেন ওই তরুণী। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত ২২ মার্চ, শনিবা। ট্রেনে করে মেডচল থেকে সেকেন্দ্রাবাদে মোবাইল সারাতে যাচ্ছিলেন তিনি। সেসময় ট্রেনের মহিলা কামরায় তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন। অলওয়াল স্টেশনে ওই দু’জন নেমে যাবার পর এক অজ্ঞাতপরিচয় যুবক মহিলা কামরায় ওঠে। তখন ওই তরুণী ছাড়া আর কেউ ছিলেন না। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে ওই যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
তরুণী দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই যুবকের বয়স বছর পঁচিশের কাছাকাছি। ট্রেনে উঠে সে প্রথমে তরুণীকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তাতে রাজি না-হওয়ার পরেই যুবকটি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। ফাঁকা ট্রেন কামরায় কারুর সাহায্য পাবে না জেনে অগত্যা ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি। এর ফলে মাথায়, হাতে, কোমরে গুরুতর চোট লাগে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরুণীটির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় রেলযাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রেলযাত্রায় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।