
ওঙ্কার ডেস্ক: প্রকৃতিপ্রেমীদের বরাবরের পছন্দের গন্তব্য একশৃঙ্গ গণ্ডারের বাসস্থান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। জিপে চেপে একশৃঙ্গ গণ্ডার এবং অন্য পশুদের স্বচক্ষে দেখার সুযোগ মেলে এখানে। কাজিরাঙ্গা ভ্রমণ হাড়হিম ঘটনায় পরিণত হল বিশেষ একটি ঘটনায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্যে একটি একশৃঙ্গ গণ্ডার পর্যটকদের জিপের পিছু নিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, পর্যটক ভর্তি তিনটি জিপ ডানদিকে বাঁক নেওয়ার জন্য চেষ্টা করছে। প্রথম দুটি জিপ গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে এক তরুণী এবং তার মা মাটিতে পড়ে যান। আচমকা পড়ে গিয়ে দুজনেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সেইসময় অন্য একটি গণ্ডার আগ্রাসীভাবে পর্যটকদের গাড়ির দিকে এগিয়ে আসে।
এর ফলে তৃতীয় জিপটি পিছু সরে যায়। এই ঘটনাটি ঘটেছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বাগোরি রেঞ্জে। মা ও তরুণী অল্পের জন্যে রক্ষা পেলেন ভয়ঙ্কর বিপদ থেকে। জানা গিয়েছে, গণ্ডারের আক্রমণের মুখে না পড়ে ওই তরুণী এবং তাঁর মা ফের গাড়িতে উঠতে পেরেছেন। গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন একজন পর্যটক। সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ায় অনেক নেটিজেন পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।