
ওঙ্কার ডেস্ক: তাঁদের দুইজনের সম্পর্ক নিয়ে রাজ্য রাজনীতিতে মাঝে মাঝে চর্চা হয়। দুজনের মধ্যে সাম্প্রতিককালে দূরত্বও তৈরি হয়েছিল বলে মত ওয়াকিবহাল মহলের। সেই আবহে দিল্লিতে বৈঠক করলেন সুকান্ত ও শুভেন্দু। বঙ্গ বিজেপির দুই নেতার সেই বৈঠকে বিজেপির সাংসদরাও উপস্থিত ছিলেন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে ‘ঐক্যের বার্তা’ দিতে রাজ্য বিজেপির দুই নেতার একসঙ্গে বৈঠক বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত কয়েকমাস আগেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সংঘাত প্রকাশ্যে আসে। বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে সেই সংঘাত সামনে আসে। বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিত থাকা নিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন ‘উনি কোনও সাংগঠনিক বৈঠকেই থাকেন না। স্বচ্ছন্দ বোধ করেন না। বৈঠকগুলি লম্বা হয়।’ যদিও সে সময় সুকান্তের পাল্টা জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘বিরোধী দলনেতা হিসাবে আমি আমার কাজ জানি। সংগঠনে আমার কোনও দায়িত্ব নেই’।
সুকান্ত-শুভেন্দুর সেই সংঘাত এখন অতীত। সোমবার ফুল হাতে সুকান্ত মজুমদারের বাসভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য সভাপতির পাশে বসে সৌমিত্র খাঁ-সহ দলের অন্যান্য সাংসদদের সঙ্গে বৈঠক সারেন তিনি। সূত্রের খবর, বৈঠকে ২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে।