
স্পোর্টস ডেস্ক :গত ২০ থেকে ২৫ অগাস্ট কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রতে হয়ে গেলো ৫০তম জাতীয় সিনিয়র ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট ৫০ বছরে পদার্পণ করলেও প্রথমবার প্রতিযোগিতা কলকাতায় হল । মোট ২৫৮ জন পাওয়ারলিফটার অংশ নেন । তারমধ্যে ১৫৬ জন পুরুষ, ১০৩ জন মহিলা। বিভিন্ন রাজ্যের প্রতিযোগীর পাশাপাশি রেলওয়েজ, বিএসএনএলের মতো অফিস দলগুলোও টুর্নামেন্টে অংশ নেবে। সামনেই বিশ্বচ্যাম্পয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস রয়েছে। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দল বাছাইয়ের আদর্শ মঞ্চ কলকাতায় অনুষ্ঠিত এই পাওয়ারলিফটিং টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় পাওয়ারলিফটিং ফেডারেশনের সভাপতি সতীশ কুমার এবং বেঙ্গল পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম বন্দোপাধ্যায় । এছাড়াও ছিলেন কলকাতার ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
মহিলাদের ৮৪ কেজি প্লাস আন্তঃরাজ্য ক্যাটেগরিতে সোনার পদক জিতলেন বাংলার মৌমিতা ঘোষ। এখানেই শেষ নয়। সার্বিক পারফরম্যান্সে রুপোর পদকও তাঁর ঝুলিতে। দীর্ঘদিনের অধ্য়াবসায় এবং পরিশ্রমের পুরস্কার পেলেন বাংলার পাওয়ারলিফ্টার। সিনিয়র ব্যক্তিগত ক্যাটেগরিতে উত্তরাখণ্ডের উৎমর্ষ উত্তম সেরা লিফ্টার হয়েছেন। সব মিলিয়ে ৪১.৯৭ পয়েন্ট রয়েছে উত্তমের। তাঁর ধারেকাছে শেষ করেছেন গুজরাটের রূত্বিক যাদব। তৃতীয় স্থানে দিল্লির অঙ্কিত পানওয়ার।