
ওঙ্কার বাংলা ডেস্ক: ফের অশান্ত মণিপুর। কুকি জনজাতির বিক্ষোভের জেরে শুক্রবার সন্ধ্যায় নতুন করে অশান্তি ছড়াল উত্তরপূর্বের এই রাজ্যে। এদিন মণিপুরের কাংপোকপিতে বিক্ষোভকারীরা ডেপুটি কমিশনারের দফতরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। কুকি জনজাতির বিক্ষোভ এবং হামলার জেরে এক পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত কাংপোকপির পাহাড়ি এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। সেই নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবি তুলেছে কুকি জনজাতির মানুষেরা। সেই দাবিতে শুক্রবার সন্ধ্যায় কাংপোকপিতে অবরোধ করার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তাতে বাধা দেয়। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ কুকি জনজাতির মানুষ ডেপুটি কমিশনারের অফিসে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। কমিশনারের অফিস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর তরফে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা শূন্যে গুলি চালান। উল্লেখ্য এর আগে গত ২৯ ডিসেম্বর নিরাপত্তা বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে মণিপুরের কাংপোকপি জেলায়।