
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারতের অপারেশন সিঁদুর অভিযান এবং তার পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আঘাত ও প্রত্যাঘাতের আবহে বন্ধ করে দেওয়া হল দেশের ২৪টি বিমানবন্দর। পাশাপাশি সমস্ত যাত্রীদের বলা হয়েছে বিমান ছাড়ার ৩ ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি নির্দেশের প্রেক্ষিতে এই তথ্য জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফে জানানো হয়েছে, ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হচ্ছে। বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে পৌঁছে যাওয়ার জন্য যাত্রীদের বলা হয়েছে। চেক-ইন এবং বোর্ডিং যাতে আরও ভাল ভাবে হয়, সেকারণেই এই ব্যবস্থা। জানানো হয়েছে, বিমান ওড়ার ৭৫ মিনিট আগে চেক-ইন বন্ধ হিয়ে যাবে।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় প্রত্যাঘাত করে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। ৭০ জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি। যদিও পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়েছে, ভারতের হানায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই প্রত্যাঘাতের জবাব দেওয়া হবে বলে পাকিস্তানের তরফে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার পাক বাহিনী ভারতের জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায়। পাক হামলার পর তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।