
ওঙ্কার ডেস্ক: দুপুর ৩টা পর্যন্ত দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৬.৫৫ শতাংশ। ভোটদানে এগিয়ে রয়েছে উত্তর-পূর্ব দিল্লি। সর্বোচ্চ ভোট পড়েছে সেখানে। শতাংশ ভোট পড়েছে উত্তর-পূর্ব দিল্লিতে। সবচেয়ে কম ভোট পড়েছে মধ্য দিল্লিতে। সেখানে ৫২.৭৩ শতাংশ ভোট পড়েছে।
একনজরে দুপুর ৩টা পর্যন্ত প্রাপ্ত ভোট
কেন্দ্রীয় দিল্লি- ৪৩.৪৫%
পূর্ব দিল্লি – ৪৭.০৯%
নতুন দিল্লি –৪৩.১০%
উত্তর দিল্লি– ৪৬.৩১%
উত্তর পূর্ব দিল্লি – ৫২.৭৩%
উত্তর-পশ্চিম দিল্লি- ৪৬.৮১%
শাহদারা – ৪৯.৫৮%
দক্ষিণ দিল্লি– ৪৪.৮৯%