
অর্নব ঘোষ, নিজস্ব প্রতিনিধি: শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালীন রাজধানী দিল্লির সীমান্তে জলবায়ু কর্মী সোনাম ওযাংকচুক -সহ লাদাখের প্রায় ১৫০ জন বাসিন্দাকে আটক করে দিল্লি পুলিশ। যার তীব্র প্রতিবাদ করা হয়েছে “নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন” এর পক্ষ থেকে । দিল্লী পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবী সমস্ত পদযাত্রীদের ন্যায্য অধিকার মেনে নিয়ে অবিলম্বে মুক্তি দিতে হবে তাদের। পাশাপাশি পদযাত্রা সম্পূর্ণ করতে দেওয়া হোক। সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
দিল্লির সীমান্তে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক-সহ লাদাখের প্রায় ১৫০ জন বাসিন্দাকে আটক করেছে দিল্লি পুলিশ। এই ব্যক্তিরা লাদাখের জন্য ষষ্ঠ তফসিলের মর্যাদা দাবি করে মিছিল করে দিল্লিতে আসছিলেন। কিন্তু, রাজধানীতে অর্থাৎ দিল্লিতে প্রবেশের মুখেই তাদের আটক করে দিল্লি পুলিশ। সূত্রের খবর দিল্লি সীমান্তেই রাত কাটাতে চেয়েছিলেন ওয়াংচুক এবং অন্যান্যরা। কিন্তু, দিল্লিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে, প্রাথমিকভাবে তাদের ফিরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। তবে তাতে রাজি হয়নি তারা। ঠিক তারপরেই ওয়াংচুক-সহ প্রায় ১৫০ জনকে আটক করা হয়।