
দেশ জুড়ে পালিত হচ্ছে নবরাত্রি। বুধবার নবরাত্রির চতুর্থ দিন। এদিন মা কুষ্মাণ্ডা দেবী রূপে পূজিত হন। দেবী পার্বতীর চতুর্থ রূপ হলেন কুষ্মাণ্ডা দেবী। হিন্দু পুরাণে দেবী কুষ্মাণ্ডাকে মহাবিশ্বের আদি শক্তি বলে মনে করা হয়। মা দুর্গার সমস্ত রূপের মধ্যে মা কুষ্মাণ্ডার রূপকে সবচেয়ে উগ্র বলে মনে করা হয়। মা কুষ্মাণ্ডা সূর্যের মতো তেজ দেন। উল্লেখ আছে, সমগ্র পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মা কুষ্মাণ্ডা তার মিষ্টি হাসি দিয়ে বিশ্ব সৃষ্টি করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “নবরাত্রির চতুর্থ দিন মা কুষ্মাণ্ডার পুজোর পবিত্র দিন। আমি আমার পরিবারের সকল সদস্যের সুস্থতার জন্য দেবী মাতার কাছে প্রার্থনা করি।