
জয়া মিশ্র, অযোধ্যাঃ নবরাত্রি উপলক্ষ্যে ফতোয়া জারি হল উত্তরপ্রদেশে। রামজন্মভূমি অযোধ্যায় নবরাত্রি চলাকালীন কোনও মাছ বা মাংস বিক্রি করা যাবে না। বিবৃতি জারি করেছে যোগী সরকার।
বৃহস্পতিবার ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। নবরাত্রির দিনগুলিতে মাছ, মাংস বিক্রি, বিতরণ ও কোনওরকমের মাংসের খাদ্যদ্রব্য প্রস্তুত, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে অযোধ্যা জেলা প্রশাসন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জেলার ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানিয়েছেন, আসন্ন নবরাত্রি উৎসব উপলক্ষ্যে মাছ, পাঁঠা, খাসি, মুরগি, গোরুর মাংসের দোকানগুলি বন্ধ রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হোটেল-রেস্তরাঁগুলিতে আমিষ খাবার বিক্রি হয়, এই নির্দেশ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। নির্দেশে একটি ফোন নম্বর দিয়ে বলা হয়েছে, নবরাত্রি চলাকালীন যদি কোনও ব্যক্তি এই বিধিভঙ্গের খবর পান বা দেখতে পান তাহলে যেন ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরকে জানানো হয়।
প্রশাসনের এই বিজ্ঞপ্তি লঙ্ঘন করলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, শ্রাবণ মাসে কাঁওয়াড় যাত্রার সময় জলযাত্রীদের পথের দু’ধারে খাবারের দোকানগুলিতে আমিষ খাবার নিষিদ্ধ এবং মালিকের নাম লেখার ফতোয়া জারি করা হয়েছিল যোগী রাজ্য উত্তর প্রদেশে।