
নিজস্ব প্রতিনিধিঃ নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই। নিহত দুই মহিলা সহ আট জন মাওবাদী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বস্তারে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তারক্ষীদের কাছে খবর আসে নারায়ণপুর-কাঙ্কের সীমান্তে আবুজমাদের জঙ্গলে ডেরা বেধেছে মাওবাদীরা।
মঙ্গলবার সকালে অভিযান শুরু করে বস্তার ও নারায়ণপুর জেলার রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স। আবুজমাদের জঙ্গলে শুরু হয় গুলির লড়াই। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা গুলির লড়াই। নিরাপত্তারক্ষীদের গুলিতে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। মাও দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।