
প্রয়াত গণসঙ্গীত গায়ক, কবি তথা সমাজকর্মী গদর। তাঁর মূল নাম গুমাড্ডি ভিত্তল রাও হলেও তিনি গদর নামে পরিচিত ছিলেন। দীর্ঘ দিন ধরেই হৃদ্রোগে আক্রন্ত ছিলেন তিনি। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ সময় পর্যন্ত গদর নকশালপন্থী আন্দোলনের সঙ্গে ছিলেন। ২০১০ সালের পর থেকে তাঁর সঙ্গে নকশালপন্থীদের দূরত্ব তৈরি হতে থাকে। তেলঙ্গানা আন্দোলনের সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি। তেলঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন তিনি ।