
ওঙ্কার ডেস্ক: ছত্তিশগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মৃত্যু হল ৩১ জন মাওবাদীর। মৃত্যু হয়েছে ২ পুলিশ কর্মীরও। রবিবার এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের গুলি যুদ্ধের ফলে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। এই ঘটনা নিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ছত্তিশগড়ে পৃথক এনকাউন্টারে ৮১ জন মাওবাদীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। বস্তার রেঞ্জের পুলিশের ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি জানান, সকালে নিরাপত্তা বাহিনীর কর্মীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে বেরিয়েছিল। সেই সময় ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি জঙ্গলে গুলিযুদ্ধ হয়। তিনি বলেন, ‘এই সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছে।’ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান।
দুই আহত জওয়ান, বিপদমুক্ত বলে জানা গেছে, চিকিৎসার জন্য তাঁদেরকে এয়ারলিফট করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।