
ওঙ্কার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশে সর্ব ধর্ম সমন্বয়ের ছবি ধরা পড়ল বাংলাদেশে। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে পাঠ করা হয় কোরান, গীতা, ত্রিপিটক ও বাইবেল। ধর্মগ্রন্থ পাঠ করার পাশাপাশি এদিন বাংলাদেশের জাতীয় সংগীতও পরিবেশন করা হয়।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে বাংলাদেশে আত্মপ্রকাশ করল এই নতুন রাজনৈতিক দল। ছাত্রদের এই নতুন দলের প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নানান শ্রেণীর মানুষ। নতুন আশা ও নতুন দিশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানে সামিল হয়েছেন তাঁরা। এদিন অনুষ্ঠানে প্রথমে কোরান পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারেকুল ইসলাম (তারেক রেজা)। এরপর গীতা থেকে পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির নেতা অর্পিতা শ্যামা দেব। পরে ত্রিপিটক থেকে আবির বড়ুয়া এবং বাইবেল থেকে পাঠ করেন অলিক মৃ। তাঁরাও জাতীয় নাগরিক কমিটির নেতা।
এদিন নতুন দলের আত্মপ্রকাশের সাক্ষী থাকতে বাংলাদেশের রংপুর, খুলনা, নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজার-সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও অংশ নিয়েছেন।