
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কারঃ নিট প্রশ্নপত্র ফাঁসের রহস্যভেদে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতিমধ্যে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রকে পাখির চোখে দেখছে। প্রশ্নপত্র ফাঁসে আন্তঃরাজ্য চক্র কাজ করে থাকতে পারে বলে সিবিআই’র অনুমান। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করেছে বিহারের ইকনমিত অফেন্স উইং দফতরে।
নিট কেলেঙ্কারি ইস্যুতে বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড রাজ্যের নাম চর্চার কেন্দ্রবিন্দুতে। বিহার থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত এক পড়ুয়া পুলিশের কাছে স্বীকার করেছেন তাঁর হাতে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র পেয়েছিল। ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র পাচার হয়েছিল বলেও ইঙ্গিত মিলেছে বিহার ইকনমিক অফেন্স উইংয়ের জমা করা রিপোর্টে। পাশাপাশি মহারাষ্ট্র থেকে রবিবার সকালেই দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাঁরাও প্রশ্নপত্র পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
নিট পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার নিট’র ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে সরিয়ে দিয়েছে কেন্দ্র। নতুন ডিরেক্টর জেনারেল করা হয়েছে প্রদীপ সিং খারোলাকে। নিট প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ্ব করতে একটি উচ্চপর্যায়ের কমিটও গঠন করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইসরোর প্রাক্তন প্রধান ড. কে রাধাকৃষ্ণণকে কমিটির প্রধান করা হয়েছে। ড. কে রাধাকৃষ্ণণ ছাড়াও কমিটিতে রয়েছে আরও ছয় জন।
নিট কে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে কেন্দ্রের কাছে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। আগামী ৮ জুলাই এই মামলায় পরবর্তী শুনানি। প্রসঙ্গত গত ৫ জুন এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। তারপর থেকেই পরীক্ষা প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ প্রকাশ্যে এসেছে।