
নিজেস্ব প্রতিনিধি, কাঠমান্ডুঃ ফের বিমান দুর্ঘটনা নেপালে। বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইনসের একটি বিমান টেক অফ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায়। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
টেক অফের সময়ই বিপত্তি। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল সূর্য এয়ারলাইনসের একটি বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানওয়ে থেকে স্কিড করে গিয়েছিল বিমানের চাকা। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানটি সূর্য এয়ারলাইনসের ছিল বলে বিমানবন্দর সূত্রে খবর।