
এন জে পি,অরুপ পোদ্দারঃনবান্ন অভিযানে ছাত্রদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে ২৮শে আগস্ট ১২ ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। বনধকে সার্থক করতে পথে নেমেছিলেন বিজেপি কর্মীরা। সেইমতো শিলিগুড়িতেও সেদিন বন্ধের সমর্থনে পথে নেমেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জী। এনজেপি এলাকায় বনধ প্রচারে গেলে সেখানেই পুলিশের সামনে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হন শিখা চ্যাটার্জী, এমপি ডাক্তার জয়ন্ত রায়।তার গাড়ির উপরও হামলা চালায় তৃণমূল কর্মীরা। এমন ঘটনার পরও দোষীরা অধরা। তারই প্রতিবাদে রবিবার এনজেপি থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপির ৬ নম্বর মণ্ডল কমিটি। বিধায়িকা শিখা চ্যাটার্জীর উপস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশি ব্যারিগেট গড়ে তোলা হয়। আন্দোলনকারীরা থানায় প্রবেশ করতে গেলে পুলিশী বাধার মুখে পড়তে হয় তাদের। পরবর্তীতে শিখা চ্যাটার্জী সহ সাতজনের একটি প্রতিনিধি দল এনজেপি থানায় প্রবেশ করে থানার আধিকারিকদের তাদের দাবির কথা তুলে ধরেন।
বিদায়িকা শিখা চ্যাটার্জি জানান, পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটলেও আজও দোষীরা অধরা। শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি ।দুদিনের মধ্য দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলে জানান তিনি।