নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নব সংসদ ভবনের নামের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রস্তাব, সংসদ ভবনের নতুন নাম সংবিধান সদন। মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনে এই প্রস্তাব দেন মোদী। এদিন নতুন সংসদ ভবন যাওয়ার আগে সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে ওই ঘোষণা করেন তিনি। উপস্থিত ছিলেন স্পিকার ওম বিড়লা, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সহ অন্যরা। উপস্থিত সকলে সমস্বরে টেবিল চাপড়ে প্রস্তাবে সমর্থন জানান।
এদিন প্রধানমন্ত্রী লোকসভা ও রাজ্যসভার অধ্যক্ষ যথাক্রমে ওম বিড়লা ও জগদীপ ধনকরকে আর্জি জানান, ‘নতুন সংসদ ভবনে গিয়ে যেন আমরা পুরোনোকে না ভুলি।’ প্রধানমন্ত্রী বলেন, সংবিধান সদন নামকরণের মাধ্যমে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর সহ ভারতীয় সংসদ ভবনের স্মরণীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানাবে সরকার।